একাত্তরে মাহন মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার দুই গেরিলা যোদ্ধার স্মরণে সমাবেশ এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হলো রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রস্থ কৃষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে মুক্তিযোদ্ধা শাহ আলম এবং নাসিম উদ্দিন আহমেদ ছাড়াও প্রয়াত বিশিষ্ট দুই প্রবাসী দিদার হোসেন এবং আব্দুস সোবহান স্মরণে জ্যাকসন হাইটসে হাটবাজার রেস্টুরেন্টের মিলনায়তনে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু মুসা। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় রণাঙ্গনের দুই সহযোদ্ধার স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
কুষ্টিয়ার এই চার প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনায় আরো অংশ নেন কমিউনিটি লিডার খান শওকত, কৃষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা নাজমুল আহসান, সহ-সভাপতি পারভেজ বাবু, যুগ্ম সম্পাদক সাদেক রহমান ও আশরাফুল আলম, জগলুল হক, ইকবাল হোসেন প্রমুখ।
মরহুম মুক্তিযোদ্ধা ও দুই প্রবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় মাওলানা ফায়েক আহমেদ এবং মাওলানা আলী আইয়ুবের নেতৃত্বে। এতে নারী এবং শিশুরাও অংশ নেন। তবে কুষ্টিয়াবাসীর মত আর কোন জেলার সামাজিক-আঞ্চলিক সংগঠনগুলো এলাকার শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি তর্পণ করেনি। এজন্য উপস্থিত সুধীজনের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সমিতিকে ধন্যবাদ জানানো হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব