বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
এ উপলক্ষে রবিবার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি পার্টি হলে কেক কেটে উদযাপন করা হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং পরে ছাত্রলীগের সঙ্গীত পরিবেশিত হয়।
শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং সকল গণ-অন্দোলনে আত্মাহুতিদানকারীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
ছাত্রলীগের সাবেক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার পরিচালনায় এবং সাখাওয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আশফাক মাসুক, আওয়ামী লীগ নেতা সফিক উদ্দিন, কফিল চৌধুরী, আবদুল মুহিত, হুমায়ূন চৌধুরী, শেখ মকলু মিয়া, শামীম আরা বেবি, যুবলীগ নেতা জামাল হুসেন, নূরুল ইসলাম, রেজা আবদুল্লাহ স্বপন, শ্যামল কান্তি চন্দ, মোঃ মনিরুল আলম দিপু, জহিরুল ইসলাম, কমিউনিটি এ্যাক্টিভিস্ট বাছির খান এবং সাইকেলে সারাবিশ্ব ভ্রমণকারি এস আর লিংকন।
বক্তারা নীতি ও আদর্শ নিয়ে চলার মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশপাশি মর্যাদাপূর্ণ সংগঠন ছাত্রলীগের হৃত গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানান দেশ-প্রবাসের নেতা-কর্মীদের প্রতি। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা মনে রাখতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ছাত্রলীগকে এই আদর্শ ধারণের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
বক্তারা শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটালাইজড এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন