বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও দোয়েল একাডেমির উদ্যোগে উত্তরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ৫ই জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এর আগে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাজমুল হকের পরিচালনায় বিজয় দিবসের অনুষ্ঠানে অসহায় শীতার্ত মানুষের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য সভাপতি আব্দুর রহিম মোল্লা উত্তরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন এর প্রস্তাব করেন।
বাংলাদেশ দোয়েল একাডেমির পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দেওয়ান সভাপতি আব্দুল রহিমের সাথে একাত্বতা প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত মো.জসীম উদ্দিন (এনডিসি), দূতাবাসের কাউন্সিলর মোঃ খালিদ, দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানা নুর চৌধুরী বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও দোয়েল একাডেমির এমন উদ্যোগকে অত্যান্ত আনন্দের সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন ও আন্তরিকতার সাথে সর্বাত্মক সহযোগিতাও করেন।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস'র সভাপতি হাজী মোঃ আঃ কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি হাজী আহসানউল্লাহ্ হাসান এই উদ্যোগকে স্বাগত জানান ও একই সঙ্গে দোয়েল পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সর্বাত্তক সহযোগিতা করেন।
এসময় উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগ ইন গ্রীস'র ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোশারফ হোসেন লিয়াকত, বৃহত্তর ঢাকা কমিউনিটি ইন গ্রীস'র সভাপতি হাজী মোক্তার হোসেন, বাংলাদেশ দোয়েল একাডেমির সহকারী সচিব মোঃ ঈসমাইল হোসেন রনি, বৃহত্তর ফরিদপুর কমিউনিটি ইন গ্রীস'র সভাপতি মোঃ আবিদ হানজালা ও গ্রীস বিএনপি’র সভাপতি মোঃ মুখলেছুর রহমানও দোয়েল পরিবারকে সাদুবাদ জানান।
বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শিকদার, উপ-প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক টিটো, সহ-সভাপতি শওকত ইমাম, সহ-সভাপতি জাহিদুল হক, সহ-সভাপতি আনাম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান খান, সহ সাংগঠনিক সম্পাদক শেখ শাহীন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক শামীম আশরাফ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পাভেল ভুইয়া, প্রচার সম্পাদক মোঃ শিমুল হোসেন, আপ্যায়ন সম্পাদক সুজন গাজী, মহিলা সম্পাদিকা নুরুন্নাহার (নানী), সহ মহিলা সম্পাদিকা হাসিনা সুলতানা নীলা, বাংলাদেশ দোয়েল একাডেমির শিক্ষিকা খন্দকার মেভিজ পরমা ও মহিলা সম্পাদিকা বিথি খলিফা, সহ সম্পাদিকা নূরজাহান শিউলী সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকল গ্রীস প্রবাসী ভাই বোনেরা আন্তরিকতার সাথে একাত্মতা প্রকাশ করেন।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আব্দুর রহিম মোল্লা ও বাংলাদেশে অবস্থানরত সংগঠনের অর্থ সম্পাদক মোঃ শরীফ। বাংলাদেশের উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুর রহমান রোজন ও ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর শাহজাহান আলো বাদশা এবং বিশিষ্ট ব্যবসায়ী তসলীম খান। তারা শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সফলতার সাথে সম্পূর্ণ করেন। ভবিষ্যতে বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও দোয়েল একাডেমির উদ্যোগে এমন জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে দোয়েল পরিবার আশা ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ