গ্রিসে নববর্ষ উদযাপন করেছে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রিস। এ উপলক্ষ্যে সংগঠনটির সভাপতি সোহরাব হোসাইন ইসমাইলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি পরিচালনায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসী যোগ দেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আজগর আলী। পরিচয় পর্ব শেষে উম্মুক্ত আলোচনায় অংশ নেন আমজাদ হোসেন সাগর, নুর উদ্দীন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ সায়মন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক আজিজ উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদকদ্বয় যথাক্রমে নাছির উদ্দীন ও ওয়াসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে দেলোয়ার হোসাইন, নজরুল ইসলাম, আবু তাহের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল, সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক, উপদেষ্টা নুরুল আক্তার মিয়া।
সাংস্কৃতিক পর্বের শুরুতে চট্টগ্রামের বিশিষ্ট গায়ক আলতাফ হোসেনের পরিবেশনায় সবাই ছিলেন মুগ্ধ। পরে প্রবাসী বাংলাদেশিদের একমাত্র সাংস্কৃতিক সংগঠন দোয়েলের পক্ষ থেকেও ছিল আয়োজন।
বিডি প্রতিদিন/ফারজানা