বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া'র সভাপতি এডভোকেট সিরাজুল হক ও সাধারণ সম্পাদক পি.এস.চুন্নু'র নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। গত ৭ জানুয়ারী দুপুরে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া'র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া'র উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে উদ্বেগ প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান ও দ্রুত এই মহাবিপদ থেকে অস্ট্রেলিয়া যাতে মুক্তি পায় সেজন্য মহান আল্লাহ্র কাছে দোয়া করেন। সাধারণ সম্পাদক পি এস চুন্নু মাননীয় প্রধানমন্ত্রীকে সাক্ষাৎকার প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ