যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাঈদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ।
সভায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানো হয়।
সভায় মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম এবং সেক্রেটারি আনোয়ারুল করিম শাহীন, বিএনপি নেতা হুমায়ূন কবীর, শহীদুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, জাহাঙ্গির আলম, দেওয়ান কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর