সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার নেপথ্যে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্তকৃত) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল তাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে। রায়হানকে হত্যার ২৮ দিনের মাথায় কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত রায়হানের বোন রুবা আক্তার থাকেন লন্ডনে। আকবরকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আকবরকে ধরাটাই মূল বিষয় না। ওর সাজা হবে কী না... আমি চাই ওকে এখন রিমান্ডে নেওয়া হোক। ওই দিন রাতে কী ঘটেছিল, ওরা (এসআই আকবর ও তার সঙ্গীরা) কিসের জন্য আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করল... মানুষ মানুষকে কীভাবে এত নির্মমভাবে হত্যা করতে পারে?
কান্নাজড়িত কণ্ঠে রুবা আক্তার আরও বলেন, আজকে একটা ভিডিওতে ও (আটক হওয়া এসআই আকবর) স্থানীয়দের বলেছিল, আমাকে মেরো না, আমার প্রাণ ভিক্ষা দাও। একই কথা হয়তো আমার ভাই বলেছিল যে, ''আমাকে মেরো না। আমাকে এভাবে মেরো না। আমার একটা বাচ্চা আছে। আমি চোর না। ডাকাত না। আমি ভালো মানুষ''। তারপরও ওরা আমার ভাইকে রেহাই দেয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা