অসংখ্য প্রবাসী বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে হয়রানির শিকার হচ্ছেন। অব্যবস্থাপনার কারণে দিনের পর দিন এ হয়রানিতে পড়তে হয় দেশের রেমিট্যান্স যোদ্ধাদের।
শত শত কিলোমিটার দূর থেকে আসা প্রবাসীদের প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশনে ভ্রমণ ছাড়পত্র অনুমোদনের জন্য অপেক্ষায় বসে থাকতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
দিনের পর দিন হাইকমিশনের এমন অবহেলায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। হাইকমিশনের এমন অবহেলা ও নিষ্ক্রিয়তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান ভোগান্তিতে পরা প্রবাসীরা। ইতিমধ্যে এসব অব্যবস্থাপনার ভিডিও ভাইরাল হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক