অস্ট্রেলিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি'র ৮১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় গত ৪ ডিসেম্বর (শুক্রবার) সিডনিস্থ লাকেম্বার পার্টি অফিসে এ জন্মদিন পালন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া শাখার আয়োজনে অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন ও শেখ মনির রাজনৈতিক আদর্শ ও সামাজিক জীবনের নানা অংশ নিয়ে আলোচনা করেন। সব শেষে স্লোগানে স্লোগানে উজ্জিবিত অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতা কর্মীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল