ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস ডিপার্টমেনট অব ডিপ্লোমেটিক ক্রপর্স (SDDC) কর্তৃক অয়োজিত আর্ন্তজাতিক ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায় বাংলাদেশ দূতাবাস হ্যানয় অংশগ্রহণ করেছে। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশ দূতাবাস দেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন এবং বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারসহ অংশগ্রহণ করে।
প্রদর্শনীর জন্য মেলায় বাংলাদেশি পণ্যসামগ্রী যেমন ফাইন সিরামিক, তৈরি পোশাক, লেদার ব্যাগ, হাতের তৈরি বাংলাদেশি ঐতিহ্যবাহী নকশিকাঁথা, পাটের ব্যাগ, বাংলাদেশি চা, বাংলাদেশি সুগন্ধি চাল প্রদর্শন এবং মুখরোচক খাবার দিয়ে স্টলটি সাজানো হয়। বিক্রির অর্থ দাতব্যমূলক কাজের জন্য দান করা হয়।
ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ এ মেলায় অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/ফারজানা