মালয়েশিয়ার রাজার কাছে পরিচয়পত্র পেশ করেছেন হাইকমিশনার মাে. গােলাম সারওয়ার। আজ মঙ্গলবার মালয়েশিয়ার রাজা মহামহিম ইয়াং ডি-পয়ােন আগাং আল-সুলমান আল্লাহ রিয়াদ্দীন আল মুফ বিহি শাহ ইবনি আহুম সুকান আলী আহমদ আল মুকাই ইন বিল্লাহর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।
পরিচয়পত্র পেশ অনুষ্ঠানটি মালয়েশিয়ার জাতীয় রাজদরবার জানানেজাতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পরে সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় মালয়েশিয়ার রাজা হাইকমিশনারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার জন্য অভিনন্দন জানান। উত্তরে হাইকমিশনার তাকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য মালয়েশিয়ার রাজাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/শফিক