'নয়া পরিস্থিতি এবং পরিবর্তনকে স্বাগত' স্লোগানে দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের সমন্বয়ে ‘আসাল’(এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার)’র ত্রয়োদশ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর শনিবার। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সম্মেলনও ভার্চুয়ালেই অনুষ্ঠিত হবে।
এবার বিশেষভাবে সম্মান জানানো হবে আমেরিকায় প্রবাসীদের মূলধারায় আরোহণে অগ্রপথিক এ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকসহ বেশ কয়েকজন কৃতি মানুষকে। আসালের জাতীয় কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন এবং ন্যাশনাল প্রেসিডেন্ট মোহাম্মদ করিম চৌধুরী জানান, সম্মেলনে সভাপতিত্ব করবেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক ড. মহসিন পাটোয়ারি।
সম্মেলনে শুভেচ্ছা এবং বর্তমান পরিস্থিতির আলোকে করণীয় নিয়ে বক্তব্য দেবেন নির্বাচিত প্রতিনিধিরা। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আসালের বিভিন্ন চ্যাপ্টারের প্রতিনিধিরা। গত নির্বাচনে আসালের ঐতিহাসিক ভূমিকা এবং পিছিয়ে থাকা কমিউনিটি হিসেবে মূলধারায় দক্ষিণ এশিয়ানদের জাগ্রত হওয়ার প্রসঙ্গও স্থান পাবে।
বহুজাতিক এ সমাজে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানরা যাতে নিজ নিজ অধিকার ও মর্যাদা সুসংহত রাখতে পারেন সেজন্যে একযোগে কাজের অঙ্গিকারেই গঠিত হয়েছে ‘আসাল’।
বিডি প্রতিদিন/এ মজুমদার