করোনা পরিস্থিতি এবং গত নির্বাচনে অভিবাসী সমাজের বলিষ্ঠ ভূমিকা নিয়ে লং আইল্যান্ডে টাউন অব বেবিলন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান রিচ শ্যাফারের সাথে কথা বলেছেন বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী ও ডেমোক্রেটিক পার্টির অন্যতম সংগঠক আকতার হোসেন বাদল।
৬ ডিসেম্বর বাদলের মালিকানাধীন কপ্যাগে ‘আরএলবি সেইফটি’ স্টোর পরিদর্শনকালে রিচ শ্যাফার করোনা মহামারীকালে মানুষের পাশে থাকার জন্যে উৎফুল্ল চিত্তে বাদলের প্রশংসা করেন।
ব্যবসায়িক সূত্রে বহুজাতিক এ সমাজের সাথে গড়ে উঠা নিবিঢ় সম্পর্ককে ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কাঠামোর সাথে একাকার করার আহবান জানান রিচ শ্যাফার। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির সাফোক কাউন্টির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়তে বাদলের প্রতি আহবান জানান রিচ।
উল্লেখ্য, রিচ শ্যাফার একইসাথে টাউন অব বেবিলনের সুপারভাইজারও।
এ সময় উপস্থিত ছিলেন সিটির চিফ অব স্টাফ ডেভ ড্যাঙ্গেল, কাউন্টির চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শ্যারন প্যাটিস্যুও।
বিডি প্রতিদিন/এ মজুমদার