কানাডার বড় বড় সুপারমার্কেটে বাংলাদেশি পণ্যের উপস্থিতি এখন আর কাউকে চমকায় না। যেনো এটাই বাস্তবতা। কানাডার সাথে বাংলাদেশের সম্পর্কটা নিবিড় বন্ধুত্বের। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরোটাই কানাডার অনুকূলে। অথচ কানাডায় ভোগ্যপণ্যের বাজার বিশাল, সেই বাজার ক্রমশ: বিস্তৃত হচ্ছে। চাহিদা বাড়ছে দক্ষিণ এশীয় বিভিন্ন সামগ্রীর, বিশেষ করে খাদ্য এবং খাদ্যজাত পণ্যের। সেই বাজারের আয়তনটা কতো? সরকারিভাবে তার কোনো পরিসংখ্যান নেই। তবে কানাডার বাজারে দক্ষিণ এশিয়ার পণ্য সামগ্রীর যোগান দিচ্ছেন এমন ব্যবসায়ীরা বলছেন- প্রায় ১০০ মিলিয়ন ডলারের নতুন কিন্তু সহজ একটি বাজার এখন কানাডায়, যেটি বাংলাদেশ চাইলেই দখল করতে পারে।
আসলেই কি কানাডায় বাংলাদেশি পণ্যের ১০০ মিলিয়ন ডলারের নতুন বাজার আছে! সেই বাজার আমরা কীভাবে ধরতে পারি? তার জন্য কি প্রয়োজন?- এই সব প্রশ্নের উত্তর খোঁজা হবে ‘শওগাত আলী সাগর লাইভের’ আগামী আয়োজনে।
আলোচনা করবেন অর্থনীতিবিদ,আলবার্টার ম্যাকইউয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. রাফাত আলম, উদ্যোক্তা ও আমদানিকারক সাদ আলম শেখ এবং বাংলাদেশি বংশোদ্ভূত তরুন উদ্যোক্তা রাফি সাইয়িদ। সঞ্চালনায় থাকছেন কানাডার বাংলা পত্রিকা নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।
আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) টরন্টো সময় রাত ৯টা আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে Shaugat Ali Sagor Facebook Page এবং ইউটিউবে।
বিডি প্রতিদিন/ফারজানা