১৬ ডিসেম্বর করোনার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আমেরিকায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভার্চুয়ালে অনুষ্ঠিত বিজয় সমাবেশসমূহে ধ্বনিত হয় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান। প্রবাসের মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।
নিজ নিজ বাসা থেকে বেশ কয়েকটি অনুষ্ঠানে শিল্পীরাও বিজয়ের সঙ্গীত পরিবেশন করেন। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় সকল সমাবেশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়।
সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখা সম্মিলিত উদ্যোগে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বিজয় সমাবেশ’ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১ এর প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, গবেষক, নিউজার্সির প্লেইন্সবরো সিটির নির্বাচিত কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নূরুননবী।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা-সেক্রেটারি এম এ সালাম। মূলধারার রাজনীতিতে প্রবাসীদের পথিকৃত হিসেবে পরিচিত মোর্শেদ আলম বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে প্রি-কে থেকে সর্বোচ্চ পর্যায়ের পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুকে অন্তর্ভুক্ত করতে হবে।
অন্যতম হোস্ট সংগঠন ‘সেক্টর কমান্ডারস ফোরাম’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে প্রবাসের বিশিষ্ট শিল্পী ছাড়াও কন্ঠযোদ্ধারা বিজয়ের সঙ্গীত পরিবেশন করেন। তারা হলেন- কন্ঠযোদ্ধা শহীদ হাসান, শিল্পী শাহ মাহবুব এবং জলি দাস, সেক্টর কমান্ডারস ফোরামের নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, প্রচার সম্পাদক শামীম আকতার শরিফ।
এ সময় করোনায় আক্রান্ত আলিম খান আকাশ, নুরুন্নাহার নীশা খান, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলুর স্ত্রীসহ যারা আক্রান্ত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় সমাবেশ থেকে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি রেজাউল বারি। বিজয় দিবসের আলোকপাত করে আরো বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১ এর যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শাহ মো. ফারুক, সেক্টর কমান্ডারস ফোরামের সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, বীর মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, রেদওয়ান বারি প্রমুখ।
সমাবেশে পর্যবেক্ষক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রাফায়েত চৌধুরী। পুরো সমাবেশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারে সহযোগিতা করেছেন খালিদ মাহমুদ শুভ।
বিডি প্রতিদিন/এ মজুমদার