অস্ট্রেলিয়ার ম্যাককুরি ইউনিভার্সিটি অধ্যাপক এম রফিকুল ইসলামকে এমেরিটাস অধ্যাপক হিসেবে উপাধি দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৪৯৮ কাউন্সিল সভায় তাকে এমেরিটাস প্রফেসর হিসেবে গ্রহণ করে। তাঁর শিক্ষকতা, রিসার্চ, অ্যাডমিন, বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য তাঁকে এই উপাধি পেতে সাহায্য করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যাককুরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান, ডিন ও রিসার্চ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক এম রফিকুল ইসলাম। তিনি প্রায় ত্রিশ বছর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ও শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদাও পেয়েছেন একবার।
রফিকুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন কয়েক দফা। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন তিনি।
অস্ট্রেলিয়া প্রবাসী একাডেমিকদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি এই বিরল সম্মানে ভূষিত হলেন। বিজয়ের মাসে এই অর্জন প্রবাসী বাঙালিদের উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ