পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে শাহীন দর্জি নির্বাচিত হওয়াই পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় কেবাব ইস রেস্টুরেন্টে বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান জামাল ফকিরের উদ্যোগে এক নৈশভোজ ও সংবর্ধনার আয়োজন করা হয়।
পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন ও সাবেক সভাপতি শিপলু আহমেদের সার্বিক পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুরের সন্তান কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল আলম জসিম, তরুণ ব্যবসায়ী কমিউনিটির প্রিয় মুখ এ কে রাকিব, উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, ইমরান হোসেন ভূঞা, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলামসহ পর্তুগাল ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন দর্জিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তখন বক্তারা শাহীন দর্জির উজ্জ্বল ভবিষ্যৎ এবং মুক্তিযোদ্ধের চেতনায় দেশ ও প্রবাসে জাতির সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য পর্তুগাল কমিটির অনুমোদন দেয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহিন দর্জির বাড়ি বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ