ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রবি আলম প্রথম বাংলাদেশি হিসাবে করোনাভাইরাসের ভ্যাকসিন পেলেন।
লসএঞ্জেলেস থেকে সাংবাদিক তপন দেবনাথ জানিয়েছেন, ১৭ ডিসেম্বর সকাল ১১টায় লসএঞ্জেলেসে ডা. রবি আলমের কর্মস্থল এডভ্যান্টিস্ট হেলথ গ্ল্যান্ডেল হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই ভ্যাকসিন পেলেন।
এ সময় করতালি দিয়ে তার সহকর্মীরা তাকে উৎসাহ প্রদান করেন। এই হাসপাতালে তিনি ১০ বছর ধরে ইন্টারনাল মেডিসিন বিভাগে কর্মরত আছেন। তার এই ভ্যাকসিন গ্রহণের খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ কমিউনিটিতে এক ধরণের স্বস্তি অনুভূত হয়। এর কারণ হলো এই ভ্যাকসিন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া করে কিনা সে ভয়ে জনমনে এক ধরণের ভীতি ছিল।
এ ব্যাপারে এক টেলিফোন সাক্ষাতকারে ডা. রবি আলম বলেন, ফাইজারের বহু পরীক্ষিত এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি এই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পান তবে যেন তা গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর