কাতারে বসবাসরত বেশ কয়েকজন সফল বাংলাদেশি নারী উদ্যোক্তা নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসব নারী উদ্যোক্তারা কাতারে বাংলাদেশে তৈরি পোশাক, নকশী কাঁথা, জামদানি শাড়ি, হাতে তৈরি বিভিন্ন বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
নারী উদ্যোক্তাদের অনেকেই দেশীয় খাবার, পিঠা ও মিষ্টান্ন ঘরে প্রস্তুত করে অনলাইনে অর্ডার নিয়ে কাতারসহ কাতারে বসবাসরত অন্যান্য দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সৌজন্য সাক্ষাতের সময় নারী উদ্যোক্তারা রাষ্ট্রদূতকে বিভিন্ন বাধা অতিক্রম করে উদ্যোক্তা হয়ে উঠার অভিজ্ঞতা বর্ণনা করেন।
নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে কাতারে দেশীয় পণ্য এবং সেই সাথে বাংলাদেশের গৌরবময় কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্য রাষ্ট্রদূত নারী উদ্যোক্তাদের প্রশংসা করেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারীদের উদ্যোক্তায় পরিণত হওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে নারী ক্ষমতায়নে সাফল্য ও অর্জনের কথা তুলে ধরেন।
এ সময় নারীর ক্ষমতায়ন ও কাতারের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে দূতাবাস হতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে রাষ্ট্রদূত নারী উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর