পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন পর্তুগাল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, সহ-সভাপতি ইকবাল হোসেন, আলম লিটন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, সাধারণ সম্পাদক শাহীন দর্জি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাগর, সিনিয়র সহসভাপতি মিলন ব্যাপারি, সাধারণ সম্পাদক লিটনের নেতৃত্বে আলাদা ভাবে রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় আগত নেতৃবৃন্দেরকে অভ্যর্থনা জানান বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজী।
মতবিনিময় সভায় পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন সমস্যা, কনস্যুলেট সেবা এবং ভারতে পর্তুগাল দূতাবাসের বিভিন্ন হয়রানির বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এই সময় রাষ্ট্রদূত তারিক আহসান প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবার মান সহজতর করতে সবধরনের সহযোগিতা সহ বিভিন্ন ধরনের প্রবাসীদের সেবাদানের জন্য প্রস্তুতির কথা জানান। সেই সঙ্গে পর্তুগালের সাথে বাংলাদেশের ৫০০ বছরের সম্পর্কের আলোকে দুই দেশের সম্পর্ক জোরদার সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান। এছাড়াও ঢাকায় পর্তুগালের কনস্যুলেট খোলার বিষয়সহ ভারতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নিয়ে কূটনৈতিক ভাবে আলোচনার করে সমাধানের আশ্বাস দেন। সেইসঙ্গে পর্তুগাল আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি প্রবাসে দেশের সুনাম অক্ষুন্ন রেখতে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের খলিল শিপন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সায়েম, মামুন, জুয়েল ছাত্রলীগের মোহাম্মদ শাহীন, নোমান হোসাইন, রাধা কান্ত, ওমর ফারুক মানিক, মোস্তাকিম আহম্মেদ আমিন, মোহাম্মদ আরিফ, নুর হোসেন রিয়াদ, মোন্তাসির আলম বাপ্পি, ইমতিয়াজ আহম্মেদ, শেখ মামুন, মেহেদী হাসান জয় প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন