করোনায় বিপর্যস্ত আমেরিকানদের মধ্যে বড়দিন উৎসবের আমেজে ২০ ডিসেম্বর খাদ্য-সামগ্রী বিতরণ করলেন বিশ্বব্যাপী কোয়ালিটি-গুরু’র মুকুটজয়ী বাংলাদেশী-আমেরিকান সুবীর চৌধুরী।
লসএঞ্জেলেস সিটি মেয়রের নেতৃত্বে ‘প্রজেক্ট এঞ্জেল ফুড’র ব্যানারে ২ হাজার ৩০০ রোগীর মধ্যে পুষ্টিকর খাদ্যের প্যাকেট বিতরণ করেন সুবীর। এ সময়ে তার সাথে ছিলেন স্ত্রী মালিনী চৌধুরী, কন্যা আনন্দী চৌধুরী এবং পুত্র আনীশ চৌধুরী।
শিক্ষা, গবেষণা এবং অংশীদারিত্বের মাধ্যমে জীবনের মান উন্নয়নে নিবেদিত এবং আর্ত-পীড়িত মানুষের কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য সুবীর এ্যান্ড মালিনী চৌধুরী ফাউন্ডেশন’র উদ্যোগে এর আগেও দেশ ও প্রবাসের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছিল।
ত্রাণ-সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রামের সন্তান এবং বর্তমানে সপরিবারে লসএঞ্জেলেসে বসবাসরত সুবীর চৌধুরী বলেন, করোনায় নাজুক অবস্থায় পতিত অনেক মানুষ প্রায় বিচ্ছিন্ন জীবন-যাপন করছেন। অনেকেরই প্রয়োজনীয় খাদ্য-সামগ্রীর সংকটও রয়েছে। সেই সব মানুষদের বড়দিনের উৎসবকে কিছুটা হলেও স্বস্তিময় করার জন্যে আমাদের এই প্রয়াস ভূমিকা রাখলে খুব খুশী হবো। আর এমন একটি মহৎকাজের অংশ হতে পেরে আমি ও আমার পরিবারের সকলেই সম্মানিত বোধ করছি।
উল্লেখ্য, কদিন আগেই বিশ্বের মেধাবী ৮০ হাজার পেশাজীবীর (জ্ঞানভিত্তিক গ্লোবাল কমিউনিটি) প্রতিনিধিত্বকারী ‘আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি’র সবচেয়ে মর্যাদাপূর্ণ চলতি বছরের ‘সিসিল সি ক্রেগ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় সুবীর চৌধুরীকে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি তথা মুক্তিযুদ্ধে বাঙালির অবিস্মরণীয় বিজয় সম্পর্কে আমেরিকা তথা আন্তর্জাতিক প্রজন্মকে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে কয়েক বছর আগে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে নিজ অর্থে প্রতিষ্ঠা করেছেন ‘সুবীর এ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’।
বিডি প্রতিদিন/আবু জাফর