কাতারে মাইজার ম্যাশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে তৃতীয় আসরের বিভিন্ন দলের অধিনায়কের উপস্থিতিতে শুভ উদ্বোধন করে ট্রফি উন্মোচন করা হয়। এতে লটারির মাধ্যমে ২০ দলের অংশগ্রহণে ১০ গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজক ক্লাবের সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মোল্লা মো. রাজিব রাজ, সাংবাদিক আমিন ব্যাপারী, আকরাম হোসেন, আয়োজক কমিটির সদস্য রুহুল আমিন, মোহন, সোহেল, কাজল, মনির, টিটু, রুবেল, শাহীন, পারভেজ, হান্নান, আবুল, আলামিন, মামুন, আতিক, জুয়েল, মোস্তাক, রাহিম ও বাবুলসহ অনেকেই।
মাদক থেকে মুক্ত ও প্রবাসে কর্মব্যস্ত জীবনে খেলাধুলার বিকল্প নেই বলে জানান আয়োজক কমিটি।
বিডি-প্রতিদিন/শফিক