মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. অহিদুর রহমান অহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ। বৃহস্পতিবার মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে দলের ভেতরে বিভাজন সৃষ্টি ও দলকে হেয়প্রতিপন্ন করা ছাড়াও সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ করার দায়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ২২ ডিসেম্বর কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালের বল রুমে মিথ্যা আশ্বাস দিয়ে আহ্বায়ক কমিটির সদস্যদের ডেকে নিয়ে আওয়ামী লীগের আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, যা মালয়েশিয়া আওয়ামী লীগকে লজ্জিত ও হেয়প্রতিপন্ন করেছে। এর আগে আহ্বায়ক রেজাউল করিম রেজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে যে মিথ্যাচার করেছেন, তার পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।
সে কারণে গঠনতন্ত্রের ৪৭(ক) ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আপনার লিখিত জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়কের নিকট প্রেরণ করতে নির্দেশ দেওয়া হলো।
গত ২২ ডিসেম্বর মালয়েশিয়া আহ্বায়ক কমিটির ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত মালয়েশিয়ায় না থাকা, নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টিসহ বেশ কিছু অভিযোগে আহ্বায়ক এম রেজাউল করিম রেজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছে আওয়ামী লীগের নেতারা। রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির যুগ্ম-আহ্বায়ক শাহীন সর্দার।
তবে অভিযোগগুলো মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে বৃহস্পতিবার সংগঠনের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারা অনুযায়ী যুগ্ম আহ্বায়ক মো. অহিদুর রহমান অহিদকে কারণ দর্শানোর নোটিশ পাঠান আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।
বিডি প্রতিদিন/এমআই