চলছে করোনার তাণ্ডব, থমকে আছে গোটা বিশ্ব। এরমধ্যেই এলো ইংরেজি নতুন বর্ষ উদযাপনের দিনক্ষণ। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে উদযাপন করেছে ইংরেজী নববর্ষ।
বৃহত্তম শহর হেলসিংকির রাস্তায় নববর্ষের উচ্ছ্বাস বিরাজ না করলেও প্রবাসীদের বাড়িতে বাড়িতে ছিল বর্ষবরণের সীমিত আয়োজন। এ উপলক্ষে নিজস্ব সংস্কৃতি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল থেকেই প্রবাসীদের রান্নাঘরে আয়োজন হতে থাকে নানা খাবারের।
ঘটা করে নববর্ষ উদযাপনে বাধা থাকলেও নিজস্ব পরিসরে এই আয়োজনের যেমন কোনো বাধা ছিল না, তেমনি কমতি ছিল না রাতের আড্ডার।
সীমিত আয়োজনের মধ্য দিয়ে অতিমারির ভয়কে জয় করে ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা গ্রহন করেছে ২০২১ সালকে। হইচই উল্লাস করে স্বাগত জানালো নতুন বছরকে।
নববর্ষ উপলক্ষে প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন কলি মবিন, লিজা চপল, স্মৃতি রোবেল, সেলিনা মোশতাক্, মবিন মোহাম্মদ, মোকলেসুর রহমান চপল, রোবেল ভূঁইয়া, জামান সরকার, সামসুল গাজী, মোস্তাক সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ