গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে কুয়েত বিএনপি। কাউন্সিলরদের ভোটে কুয়েত বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আবুল হাসেম এনাম। কাউন্সিল ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কুয়েত বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টরস শাকিরুল ইসলাম খান শাকিল। তিনি অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্ব কুয়েত বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন।
বিডি প্রতিদিন/ফারজানা