করোনাভাইরাসের বিস্তার রোধে যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ রয়েছে ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই বলে থার্টি ফার্স্ট উদযাপিত হবে না এমনটি যেন মানতে নারাজ উৎসবপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা।
ওমানের আইন-কানুনের প্রতি আনুগত্য রেখে স্বল্প পরিসরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান। ২০২০ সালটি মরণব্যাধি করোনার থাবার বিষে নীল করেছে গোটা বিশ্বকে। মহা এই দুর্যোগকে কাটিয়ে একটি সুন্দর আগামী এবং করোনামুক্ত বিশ্বের প্রত্যাশায় আতশবাজি ফুটানোসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে সংগঠনটি।
বর্ষবরণের এই উৎসবে ওমান থেকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হওয়া চার সদস্যকে দেয়া হয় সংবর্ধনাও ।
মাস্কাটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিয়ান আরেফিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিক খান এবং মোহাম্মদ জুয়েল মুন্সী। এছাড়াও অনুষ্ঠানে ওমানের সকল সিটির সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন