দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আব্দুল হক (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আব্দুল হক নোয়াখালী বেগমগঞ্জের নিরোওয়ারিশপুর তালো চাঁনপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ীর জালাল আহমেদের ছেলে।
গতকাল রবিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জোহানেসবার্গের ইস্ট রেন্ডের নাইজেলে এ ঘটনা ঘটে। একই ঘটনায় নিহতের ভাগিনা মনির হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দোকানের দেওয়াল ভেঙে ভেতরে ডুকে ডাকাতি করে চলে যাওয়ার সময় আব্দুল হক ও মনির হোসেনকে গুলি করে। এতে আবদুল হকের ঘটনাস্থলে মৃত্যু হয়। তার ভাগিনা মনির হোসেন মারাত্মকভাবে আহত হন।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ