আগামী ২৬ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু করতে প্রবাসে মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবকে আহ্বায়ক ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।
জাতীয় কমিটির আহ্বায়ক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ কমিটির অনুমোদন দেন।
কমিটির সদস্যরা হলেন আকম রফিকুল ইসলাম সভাপতি সৌদি আরব পূর্বাঞ্চল, জাকির হোসেন সংযুক্ত আরব আমিরাত, আবু সাইদ কাতার, মীর মনিরুজ্জামান তপন সৌদি আরব, আব্দুল মান্নান সৌদি আরব, কেফায়েত উল্লাহ কিসমত সৌদি আরব, মোহাম্মদ শওকত আলী কুয়েত, ফয়সাল মাহমুদ চৌধুরী বাহরাইন, প্রকৌশলী মোহাম্মদ সালাহ উদ্দিন, শরাফত আলী সংযুক্ত আরব আমিরাত, সাবের আহমেদ বাহরাইন, আব্দুস সালাম তালুকদার সংযুক্ত আরব আমিরাত, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ইমরান সৌদি আরব পূর্বাঞ্চল, শোয়েব আহমদ, মোহাম্মদ চুন্নু মোল্লা কুয়েত, মনজুর আলম ওমান, মফিজুল ইসলাম বাবুল লেবানন, ইসমাইল মুনসুর কাতার, প্রকৌশলী আব্দুস সালাম সংযুক্ত আরব আমিরাত, এরশাদ আহমেদ সৌদি আরব, আকবর হোসেন বাহরাইন, আমির হোসেন কলিম লেবানন, মেজবাহ উদ্দিন জর্ডান, সাব্বির আহমেদ চৌধুরী দাম্মাম সৌদি আরব পূর্বাঞ্চল, জসিম উদ্দিন শামীম জুবায়েল সৌদি আরব পূর্বাঞ্চল।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মধ্যপ্রাচ্যের উদযাপন কমিটির সদস্য সচিব হওয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাস করেছে বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিকে এই কমিটিতে সদস্য হিসেবে আরও দুই জন স্থান পেয়েছেন। তারা হলেন কাতার বিএনপির সভাপতি মো. আবু ছায়েদ ও সহ-সভাপতি মো. ইসমাইল মনসুর। তারাও ফুলেল শুভেচ্ছার পাশাপাশি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন।
তাছাড়া কাতার বিএনপি, সহযোগী অঙ্গ-সংগঠন, বিভিন্ন জেলাভিত্তিক ফোরামের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ উল্লাসে মিলনমেলায় পরিণত হয় এই উৎসব।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ