বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার উদ্যোগে সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পর্তুগাল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন দর্জি সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন।
আলোচনা সভায় ভ্যাচুয়ালি পরিচালনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুখ খান এমপি অংশ নেন।
এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শামিম আহম্মেদ, সাগর আহম্মেদ, লিটন আহম্মেদ, এ. মেহেদী অনু, বিল্লাল হোসেন, দ্বীন ইসলাম রাজন, পাপলু আহম্মেদ, রাশেদ আহম্মেদ, মোহাম্মদ অরন্য, সাদ্দাম হোসেন, অদুদ ভুঁইয়া, আরিফ হোসেন রিগান, বাঁধন, আনোয়ার হোসেন ভুঁইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর