২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের কার্যক্রম জোরেশোরে শুরু হয়েছে। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। জুমে ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন কনভেনার জি আই রাসেল।
বৈঠক পরিচালনা করেন মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাগতিক কমিটির সভাপতি ইনারা ইসলাম, চিফ কনসালটেন্ট আতিকুর রহমান, উপদেষ্টা কবির পাটোয়ারী, পারভিন পাটোয়ারী, কালচারাল চেয়ারপারসন আকতার হোসেন, ইন্টারন্যাশনাল চেয়ারপারসন কামরুল ইসলাম কামাল, ফাইন্যান্স কমিটির চেয়ারপারসন ড. ফায়জুল ইসলাম, সিকিউরিটি চেয়ারপারসন রোমিও হক, জামিল খান, কো কনভেনার শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সভাপতি শতরূপা বড়ুয়া, নিউজার্সি থেকে কবির কিরণ, আটলান্টা থেকে মইনউদ্দীন দুলাল, আরিফুর রহমান স্বপন, মিজানুর রহমান, আকাশ রইস, আবু সরকার, গোলাম ফারুক, শামীম হায়দার, কো কনভেনার শামসুদ্দীন মাহমুদ, সেলিম ইব্রাহিম, কো কনভেনার জুয়েল বড়ুয়া, হাসনাত সানি প্রমুখ।
বৈঠকে ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করার জন্য আলোচনা ও সিদ্ধান্ত হয়। ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম দিকে সংবাদ সম্মেলনসহ বাংলাদেশ সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কমিটির বিভিন্ন সাব কমিটি নিয়ে আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর (শুক্র, শনি ও রবিবার) ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। সম্মেলনের হোস্ট আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনের ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ