নানা আনুষ্ঠানিকতায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বাহরাইনের মানামাতে দূতাবাসে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শেখা রানা বিনতে ঈসা আল খলিফা। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ওমানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম আরবি ভাষায় রূপান্তরিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার হিসেবে প্রধান অতিথি শেখা রানা বিনতে ঈসা আল খলিফার হাতে তুলে দেন। এছাড়া অতিথিরা এসময় দূতাবাসে বঙ্গবন্ধুর কর্নার পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমআই