‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’ একটি অনুমোদিত সামাজিক সংগঠন। প্রবাসী বাংলাদেশিদের আস্থার এই সংগঠন ওমান প্রবাসীদের সমস্যায় সব সময় পাশে থেকেছে। যার ব্যতিক্রম ঘটেনি এবারও। ওমান এয়ারের টিকিটের উচ্চমূল্যের কারণে ওমান সরকারের সাধারণ ক্ষমায় (আউটপাস) জরিমানা ছাড়া দেশে আসার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিলেন না অনেক প্রবাসী।
এমন খবরে ক্লাবটির সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওমান এয়ার কতৃপক্ষের সাথে দীর্ঘ আলোচনা শেষে টিকেট মূল্য কমাতে সক্ষম হন। করোনা পরবর্তীতে প্রবাসীদের আর্থিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে বিমানসহ বিভিন্ন এয়ার লাইন্সের টিকেটের দাম কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবটির সভাপতি সিরাজুল হকের দাবি সহসাই ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
সোশ্যাল ক্লাবের বিশেষ অনুরোধে ওয়ানওয়ে মাস্কাট-চট্টগ্রাম ও মাস্কাট-ঢাকা ওমান এয়ারের টিকেট ১২০ রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার টাকায় পাওয়া যাবে। সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে ক্লাবের অফিস কক্ষে ওমান এয়ারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে ক্লাব কর্মকর্তাদের মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে ওমান এয়ারের পক্ষে মোহাম্মদ আলী আল বেলুসি ও মোয়ায়িদ সামিস আল বেলুসি উপস্থিত ছিলেন। আর সোশ্যাল ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি রেজাউল করিম ও আজিমুল হক বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম ও ক্রীড়া সম্পাদক সিরাজুল হক। ঘণ্টাব্যাপী মিটিং শেষে ওমান এয়ারের কর্মকর্তারা টিকেটের মূল্য কমাতে সম্মত হন।
ক্লাবটির এমন ভূমিকায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ ও সাধারণ সম্পাদক মুনীর চৌধুরীসহ ওমান প্রবাসী জনগোষ্ঠী।
বিডি-প্রতিদিন/শফিক