কানাডায় বসবাসরত বাংলাদেশের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরীর জন্মদিন উদযাপন করেছে টরন্টো ফিল্ম ফোরাম । এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ডেনফোর্থে ফিল্ম ফোরামের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টরন্টো ফিল্ম ফোরাম এবং কবির ভক্ত শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে কবিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং জন্মদিনের কেক কাটা হয়। এ সময় কবির স্ত্রী সাহানা বেগম, কবি ইকবাল হাসান, ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক, ফোরামের আমিনুল ইসলাম, ফয়েজ নুর ময়না, বিদ্যুৎ সরকার, জগলুল আজিম, কবি শহিদুল টুকু, রাজিনা পারভীনসহ কবি, সাংবাদিক এবং তার ভক্ত শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলা অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর সাহিত্য কর্ম এবং দেশ ভাবনা নিয়ে নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কবি আসাদ চেওধুরী কেবল কবিতা কিংবা সাহিত্যেই নিজেকে নিমগ্ন রাখেননি। প্রবাসে বসবাস করেও দেশের প্রয়োজনে কূপমণ্ডুকতা, অন্ধকার শক্তির বিরুদ্ধে মানুষের আকাঙ্ক্ষার সপক্ষে স্পষ্টভাষায় কথা বলে যাচ্ছেন। যথাযথ বুদ্ধিজীবী হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল বলেন, বর্তমানে টরন্টোয় বসাবসরত কবি বাংলাদেশকে যেমন তার ভাবনার শীর্ষে রেখেছেন, একই সঙ্গে প্রবাসে বাংলা সংস্কৃতিকে উজ্জ্বীবিত করতে অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছেন।
টরন্টো ফিল্ম ফোরামের পক্ষে ফোরাম কর্মকর্তা সোলায়মান তালুত রবিনও কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/ফারজানা