১৫ অক্টোবর, শুক্রবার লেই অন সীতে নিজের নির্বাচনী এলাকায় আলী হারবি নামের এক সোমালিয়ান বংশোদ্ভোত ব্রিটিশ ইন্টার্ণ ডাক্তারের সন্ত্রাসী হামলায় হত্যার শিকার হোন ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস। সেই হত্যার ১ মাসের মাথায় আবারো সন্ত্রাসী হামলায় কেঁপে উঠলো যুক্তরাজ্য। ১৪ নভেম্বর, রবিবার সকাল ১০টা ৫৭ মিনিটে লিভারপুর শহরের লিভারপুল ওমেন্স হাসপাতালের সামনে এক আত্মঘাতী সন্ত্রাসী বোমা হামলা হয়েছে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে।
ফুটেজে দেখা যায় , বোমা হামলাকারীকে বহনকারী ক্যাব ড্রাইভার ডেভিড প্যারি নিজে বাঁচতে গাড়ি থেকে লাফ দেন। তবে এই ড্রাইভারের সাহসিকতা জন্যই বোমা হামলাকারী হাসপাতালে ঢুকতে পারেনি কারন ড্রাইভার বোমা ফাটার পরপরই গাড়ির দরজা লক করেই গাড়ি থেকে লাফ দেন। এই আত্মঘাতী বোমা হামলাকারীর নাম এনজো আলমেনী, তবে তার মুসলিম নাম হচ্ছে এমাদ আল সোয়ালিমানে। সে একজন সিরিয়ান শরনার্থী। তার জন্ম সিরিয়ার জামিল আল সোয়ালিমানে এবং বেড় উঠা ইরাকে। আলমেনী শৈশবে যুক্তরাজ্যে আসে। সিরিয়া থেকে যুক্তরাজ্যে আসার পর তাকে দত্তক নেন ক্রিশ্চিয়ান দম্পতি ম্যালকম ও এলিজাবেথ হিটচকক । ম্যালকম সাবেক ব্রিটিশ সেনা সদস্য।
২০১৭ সালে এরাই তাকে মুসলিম থেকে ক্রিশ্চিয়ান হিসাবে কনভার্ট করে লিভারপুল ক্যাথেড্রালে। তারা এই হামলার পর বলেন, আলমেনী ২০১৫ সাল থেকে নিজ ইচ্ছায় চার্চে যেতো এবং নিজের ইচ্ছায় সে ধর্ম পরিবর্তন করে। তবে সে রবিবারে হাসপাতালে হামলার আগে সেই ক্যাথেড্রাল চার্চ উড়িয়ে দেয়ার পরিকল্পনা করে ব্যর্থ হয়ে তারপর হাসপাতালে হামলা করে। এই ঘটনায় আর কেউ নিহত হয়নি। তবে ইতিমধ্যেই এই ঘটনার সাথে সম্পৃক্ত ২০, ২১,২৬ ও ২৯ বছরের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৪ জনরে নাম ও জাতীয়তা প্রকাশ করা হয়নি।
ব্রিটেনের ইংল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঞ্চলের কাউন্টার টেররিজম শাখার সহকারী প্রধান কনস্টেবল রাস জ্যাকসন এ সম্পর্কে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের তদন্ত বলছে, ট্যাক্সির ভেতর ইমপ্রোভাইসড বিস্ফোরক ফিট করা হয়েছিল। আমরা আরও জানতে পেরেছি, ওই গাড়িতে আরোহন করা কোনো যাত্রী এই বিস্ফোরকটি ফিট করেছিলেন।’
‘যদিও তদন্ত এখনও শেষ হয়নি, তবে এখন পর্যন্ত যেসব আলামত আমাদের হাতে এসেছে, তাতে পরিষ্কার যে, এটি ছিল একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।’
এমাদ আল সোয়েলমিন সন্ত্রাসী বিশ্বাস করছে না তাকে দত্তক নেয়া মালকোম ও এলিজাবেথ নামের ক্রিশ্চিয়ান দম্পতি। তারা বলছেন, এমাদ তাদের বাড়িতে ২০১৭ সালে থাকতো। সম্প্রতি সে ধর্মান্তরিত হয়েছে।
মালকোম এমাদ সম্পর্কে জানান, তিনি ব্রিটিশ আর্মিতে কাজ করতেন। এমাদ তার বাসায় ৮ মাস বসবাস করেছে। কিন্তু সেই সময় যে মানুষটিকে তারা চিনতেন, আর এই সন্ত্রাসী হামলা করা ব্যক্তির কোন মিল খুজে পায়নি এই দম্পতি। এই দম্পতি আরও জানান, এমাদের এমন আত্মঘাতী হওয়ার পেছনে কারণ খুঁজে বের করতে হবে।
এদিকে ক্রিশ্চিয়ান হওয়ার পর এই আত্মঘাতী বোমা হামলাকারীর নাম এনজো আলমেনী রাখা হয়েছে। সে একজন সিরিয়ান শরনার্থী।
২০১৪ সালে যুক্তরাজ্যে অ্যাসাইলেম আবেদন করলেও সে আবেদন গ্রহন করেনি ব্রিটিশ সরকার। এরপর ২০১৫ সালে সে ক্রিশ্চিয়ান হওয়ার জন্য লিভারপুলে একটি চার্চে যান। এরপর পুরোপুরি ক্রিশ্চিয়ান হয় ২০১৭ সালে। এই মর্মান্তিকে ঘটনায় দু:খ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে যুক্তরাজ্য জুড়ে অতিরিক্ত সতর্কতা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল