যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউজের সামনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড বিএনপি'র সম্মিলিত উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রেসিডেন্ট জো বাইডেনের সহায়তা কামনা করা হয়।
ওয়াশিংটন ডিসি বিএনপি'র সভাপতি ইঞ্জিনিয়ার হাফিজ খান সোহায়েল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই মানববন্ধনে ওয়াশিংটন মেট্রো এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মীর সাথে যোগ দিয়েছেন নিউইয়র্ক থেকে আসা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দও। মানববন্ধনে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য প্রেসিডেন্ট বাইডেনের সহায়তা কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি'র সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ এম রেজা, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর আহমেদ, ভার্জিনিয়া বিএনপি'র আহ্বায়ক জহির খান, ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত এইচ সরোয়ারদী, কাজী এম রহমান, মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালে মনসুর পরশ, ভার্জিনিয়া বিএনপি'র সদস্য-সচিব তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড বিএনপির সদস্য-সচিব সেলিম আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মইনুদ্দিন যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্য-সচিব মিল্টন ভূঁইয়া, ভার্জিনিয়া বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নেসার আহমেদ, ফাতেমাতুজ জোহরা, কামরুন কনা, ব্রুকলিন বিএনপি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ারদী, ম্যারিল্যান্ড বিএনপির মোহাম্মদ কাজল, মুরাদুল হাসান রেজা, নাজমুননাহার কনা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ