বাঙালির বিজয়ের ৫০তম বার্ষিকী (১৬ ডিসেম্বর) উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত বিজয়-সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে ‘মুক্তিযোদ্ধার সন্তান-প্রজন্ম ফোরাম’ এবং ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর’ টেলিভিশন। আগামী ১৮ ডিসেম্বর (শনিবার) এ সমাবেশ হবে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে।
এ উপলক্ষে ১২ ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের এক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।
বিজয় সমাবেশে একাত্তরের উত্তাল দিনগুলোর আমেজে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো পরিবেশিত হবে কণ্ঠযোদ্ধা এবং বীর বাঙালির উত্তরাধিকারী শিল্পীগণের মাধ্যমে। নিউইয়র্কের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান ছাড়াও অতিথি হিসেবে থাকবেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ এবং কুইন্স কাউন্টি জজ হিসেবে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এটর্নী সোমা সাঈদ।
প্রস্তুতি সভায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশ নেন মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহ্বায়ক আশরাব আলী খান লিটন।
এর আগে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম সমিতির বিজয় দিবসের অনুষ্ঠানেও বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বিজয়ের অর্ধশত বার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে ১৭ ডিসেম্বর শুক্রবার আরেকটি সমাবেশ হবে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে। সেখানে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল প্রবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী।
বিডি প্রতিদিন/আবু জাফর