বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে কানাডার ক্যানবাংলা স্টুডিওতে বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মনোজ্ঞ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কানাডার সভাপতি ড. মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাবেক বাকসু ভিপি মো. ফাইজুল করিম, সাবেক বাকসু সদস্য কৃষিবিদ মো. গোলাম মোস্তফা, ড. নুরুন নাহার খানম শিরিন ও অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল।
বক্তারা ৫০ বছরে বাংলাদেশের অর্জন, বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যে সমৃদ্ধির পথে দ্রুত অগ্রসর হচ্ছে তারও ভূয়সী প্রশংসা করেন। আলোচনা পর্বটি সঞ্চালন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কানাডা'র সাংস্কৃতিক সম্পাদক অনুপ সেনগুপ্ত। দ্বিতীয় পর্বে দর্শক মাতিয়ে রেখেছিলেন সংগীতশিল্পী তানভির আলম সজিব ও তবলায় রাজিব।
বিডি প্রতিদিন/ফারজানা