অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। রবিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. হুমায়ের চৌধুরী রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি আরিফুল হক। কোভিড-১৯ এর কারণে সম্মেলনে শুধু জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কে এম মন্জুরুল হক আলমগীর। এরপর বার্ষিক হিসাব উপস্থাপন করেন আলমগীর এবং উপস্থিত সকল সদস্যদের কণ্ঠভোটে তা পাশ হয়।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক সোহেল ইকবাল তার বার্ষিক কার্য বিবরণী পেশ করেন। তিনি একে একে বিজয় মেলা, স্বাধীনতা মেলা, কোভিড কালীন সাহায্য-সহযোগিতা, বাংলাদেশে অক্সিজেন সিলিন্ডার প্রদান, প্রথম দফা কোভিড পরবর্তী বাংলাদেশিদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে টুগেদার উই আর ওয়ান প্রোগ্রাম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকলকে নিয়ে পিকনিকসহ জিয়া ফোরাম কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানের কথা তুলে ধরেন। তিনি জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার আজকে এই অবস্থায় আসার জন্য সবার অবদান স্মরণ করেন।
এরপর শুরু হয় সাধারণ সভা ও আলোচনা সভা। এতে অংশগ্রহণ করেন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সকল সদস্যবৃন্দ। তারা জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাংগঠনিক বিষয়সহ পূর্বের বিভিন্ন কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করেন।
পরবর্তী মেয়াদের জন্য কার্যকরী কমিটি গঠন নিয়ে আলোচনার সময় সম্মানিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রধান পৃষ্ঠপোষক ড. হুমায়ের চৌধুরী রানা এবং সংগঠনের সভাপতি আরিফুল হককে একটি যোগ্য কমিটি ঘোষণার দায়িত্ব প্রদান করেন।
প্রধান অতিথির ভাষণে ড. হুমায়ের চৌধুরী রানা বলেন, যে উদ্দেশ্যে নিয়ে জিয়া ফোরামে অস্ট্রেলিয়ার সৃষ্টি তা সঠিক পথেই চলছে। তবে সংগঠনকে বাংলাদেশিদের মাঝে আরও ছড়িয়ে দিতে সদস্যদের সক্রিয় হতে হবে।
সভাপতির ভাষণে আরিফুল হক বলেন, জিয়া ফোরামের সকল সফলতার কৃতিত্ব সম্মানিত সদস্যদের আর যা কিছু ব্যর্থতা তা বর্তমান কমিটির। তিনি সম্মেলন সফল করার জন্য প্রতিটি সদস্যকে ধন্যবাদ প্রদান করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সদস্য সচিব ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সদস্য হায়দার আলী, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক জাকির আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রনি, মো. ফরিদ মিয়া, মো. ফয়জুর চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা মাসুদা কাদরী মিতা, সহ-সাংস্কৃতিক সম্পাদক তাফতুন নাইম নিতু, কোষাধ্যক্ষ কেএম মন্জুরুল হক আলমগীর, প্রকাশনা সম্পাদক সা'দ সামাদ, ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য মিজানুর রহমান ও রেহেনা রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিভিন্ন উপহার সামগ্রী এবং নৈশভোজে শেষ হয় জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সফল প্রথম দ্বিবার্ষিক সম্মেলন।
বিডি প্রতিদিন/আবু জাফর