মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া মহান বিজয় দিবস ভার্চুয়ালি উদযাপন করেছে।
সংগঠনের আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সদস্য কালের কলাম সম্পাদক ও প্রকাশক মো. আরিফুল ইসলামের পরিচালনায় '৫০ বছরে বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া মাহাসা ইউনিভার্সিটি মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ড. আবুল বাসার। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মালয়েশিয়া চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ও চিত্র পরিচালক জাফর ফিরোজ, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বশীর আহমেদ ফারুক।
সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সদস্য সচিব ও নিউজ ২৪ প্রতিনিধি শাহাদাত হোসেন, ডিবিসি নিউজ প্রতিনিধি মনিরুজ্জামান, সদস্য ও বাংলা টিভি প্রতিনিধি মোহাম্মদ আলী, এটিএন বাংলা প্রতিনিধি মো. সৌরভসহ অন্যান্যরা। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল