ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও কাতার শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সেলিম সরকার সিজানকে সভাপতি ও মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদের।
প্রতিষ্ঠার ৭৪ বছর পার করে ৭৫ বছরে পদার্পণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কাতার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রাজ রাজিব, শাহ আলম খান, আব্দুল ওদুদ, নূরুল আলম, ওবায়দুল রহমান, কামরুল খান, শাহরিয়া শামীম, মোজাম্মেল হক, রায়হান ও রিয়াজ আহমেদসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আগামীদিনেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/শফিক