বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেছে পর্তুগালের লিসবন মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার রাজধানী লিসবনের স্থানীয় নিহাল রেস্টুরেন্টের হল রুমে লিসবন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদনান রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিক রহমান আকাশ।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য তসলিম উদ্দিন রানা, বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন। বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিলন বেপারী। সভায় এছাড়াও বক্তব্য দেন আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখা, শিপলু আহম্মেদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, পর্তুগাল শাখা।
এই সময় বক্তাগণ বলেন, বর্তমানে দেশে-প্রবাসে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে ছাত্রলীগ।
এই সময় সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ আলী, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখা, সালাউদ্দিন, শিমুল, সোহেল রানা, মুহিব আহমেদ, খুলুদ আহম্মেদ, কাওসার আহম্মেদ, জহির উদ্দিন, মিনহাজ আমীন, আলী আহসান, বদরুল ইসলাম, জসিম, লিটন, খোকন, রাসেল, টিটুসহ পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা