বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নিউইয়র্কে বসবাসরত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। মঙ্গলবার জাতীয় সংগীত ও দলীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নেতাকর্মীরা এতে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যে যেখানে যত ষড়যন্ত্র করুক আমরা তা শক্ত হাতে প্রতিহত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা কাজ করে যাব।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সভাপতিত্বে ও অপর যুগ্ম সম্পাদক সাহিদুল হক রাসেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা সোলায়মান আলি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার প্রমুখ। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য হেলাল মিয়াসহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
বিডি প্রতিদিন/হিমেল