মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার আহ্বায়ক, ফেনী সমিতি মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণের বাবা আবদুল মালেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ জানুয়ারি।
২০২০ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে ফেনীর দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের ইয়ারপুর গ্রামে নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম আবদুল মালেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বাদ জোহর পরিবারের পক্ষ হতে দাগনভূঞা এলাকার একটি এতিমখানায় কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সকলের নিকট বাবার জন্য দোয়া কামনা করেছেন জহিরুল ইসলাম হিরণ।
বিডি প্রতিদিন/ফারজানা