শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। আগামীতে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে।
কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের তত্ত্বাবধানে ও লেটস্ প্লে ব্যাডমিন্টন গ্রুপের আয়োজিত নয়টি দলের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে নাজমায় অবস্থিত বাবা সুলতান রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজনে ক্রীড়া প্রেমীদের মিলনমেলায় এ সময় কথা বলেন বক্তারা।
বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি।
এ সময় উপস্থিত ছিলেন, মুছলেহ উদ্দিন মুন্না, বাঁধন, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের স্বপ্নীল, ইউসুফ, মোঃ রিপন, নির্মল।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আমিন ব্যাপারী, শাহেদ খান, জুয়েল মাহমুদ বাবু খান, সি এম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন