মালয়েশিয়ায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি সত্ত্বেও প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব বলেছেন, এই বছর রমজান মাসে বাজারগুলিতে কোনো বিধিনিষেধ থাকবে না। এছাড়া তিনি ভবিষ্যতে আর লকডাউন এবং নিয়ন্ত্রণ আদেশ না দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশে আর অর্থনৈতিক বিধিনিষেধ থাকবে না। আমরা ব্যবসা বন্ধ করব না, তা ঈদের জন্য হোক বা রোজার মাসের জন্য হোক, রমজানে বাজার বা রাতের বাজার যথারীতি খোলা থাকবে। আজ চীনা সম্প্রদায় কর্তৃক আয়োজিত চীনা নববর্ষের মধ্যাহ্নভোজের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে ওমিক্রনের প্রভাবে রমজানে বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। গত সপ্তাহে, ফেডারেল টেরিটরি মন্ত্রী দাতুক সেরি শাহিদান কাসিম বলেছিলেন, তার আওতাধীন অঞ্চলে রমজানের বাজারগুলিকে বিদ্যমান এসওপিগুলির সাথে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল