ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অস্ট্রেলিয়ার বাসিন্দাদের সংগঠন “জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া” ২০২১-২০২২ জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। ১২ ফেব্রুয়ারি শনিবারে অনুষ্ঠিত ভার্চুয়্যাল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে সংগঠনের অধিকাংশ সদস্যদের উপস্থিতির মধ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন বছরের জন্য কমিটি দেওয়া হয়েছে। আর এ কমিটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
সংগঠনের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী এ বছরের কমিটি নবায়ন করা হয়েছে। সকলের সম্মতিতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সুদর্শন দাস। আর তিনি সংগঠনের সদস্যদের প্রস্তাবনা অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধক্ষ ও অন্যান্য এক্সিকিউটিভ সদস্য নিয়োগ প্রদান করেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর সরকার, সহ-সভাপতি হয়েছেন সুবল চৌধুরী । আর পংকজ বাড়ৈকে করা হয়েছে সাধারণ সম্পাদক। কোষাধক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব সাহাকে। অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ হলেন আশীষবরণ রায়, পলাশ বিশ্বাস, সজল হালদার, মুকুল গুণ, সুভাষ চন্দ্র সাহা, সজল রায় ও গৌতম দাস।
বিডি প্রতিদিন/হিমেল