সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করেছে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরবর্তীতে রাষ্ট্রদূত দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সাথে নিয়ে দূতাবাসের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সিঙ্গাপুরে সরকারের বিধিনিষেধ মান্য করে সমিতি পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠান শেষে আগত সকল অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল