বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই, সংযুক্ত আরব আমিরাতে মিনিস্টার পদমর্যাদায় ডেপুটি কনসাল জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন সাহেদুল ইসলাম।
বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।
জানা গেছে, সাহেদুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত খাদেমুল ইসলামের ছেলে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তৰ্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।
সাহেদুল ইসলামকে ডেপুটি কনসাল জেনালেন পদে পদোন্নতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঠাকুরগাঁওবাসী।
বিডি প্রতিদিন/আরাফাত