বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র প্রেসিডেন্ট হয়েছে বাংলাদেশ। ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের সর্বসম্মতিক্রমে ২৮ ফেব্রুয়ারি সোমবার চলতি বছরের জন্য গুরুত্বপূর্ণ এই সংস্থার নেতৃত্ব পেল বাংলাদেশ।
ফলাফল ঘোষণার পরই প্রেসিডেন্ট হিসেবে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান দায়িত্ব গ্রহণ করেছেন। শামীম আহসান একইসাথে ফাও, ইফাদ এবং বিশ্ব খাদ্য কর্মসূচিরও বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
যে কোন মানবিক সংকটে ডব্লিউএফপি ফ্রন্ট লাইনে কাজ করে। বিশেষ করে যুদ্ধ-সংঘাত এবং জাতিগত দাঙ্গায় লিপ্ত অঞ্চলে এই সংস্থাটির ভূমিকা অপরিসীম। করোনা মহামারিতে বিপর্যস্ত মানুষের পাশেও রয়েছে সংস্থাটি। দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রদূত শামীম আহসান এসব ভূমিকার আলোকে বলেন, বিশ্বের সংঘাতময় অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তার প্রশ্নে এই সংস্থাকে যথাযথ ভূমিকায় উজ্জীবিত রাখতে প্রতিটি সদস্যের আন্তরিক সহায়তার বিকল্প নেই। সে প্রত্যাশা নিয়েই আমি দায়িত্ব চালিয়ে নেব।
প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপি-র সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে। রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুলসংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপি-র ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল