অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে এএমডব্লিওসি হাফিযিয়্যাহ মাদ্রাসা ‘হিফযুল কুরআন’ পাঠদান কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি মাদ্রাসার ওপেনিং ডে’তে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকরা প্রয়োজনীয় তথ্য জেনে তাদের ছেলেদের মাদ্রাসায় ভর্তি করান।
ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করেন এএমডব্লিওসি ইসলামিক সেন্টারের পেশ ইমাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আবদুল হাদী তানভীর এবং মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা।
মাদ্রাসার ওপেনিং ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকদ্বয় হাফেজ তাহসিন, হাফেজ তাহজিব, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ, এএমডব্লিওসি’র সভাপতি ড. আনিছুল আফছার, সাধারণ সম্পাদক সাদেকুর খান মুনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা।
মাদ্রাসা কমিটি জানান, মাদ্রাসার ক্লাস শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। সাধারণ ছাত্রদের সুবিধার বিবেচনায় মাদ্রাসায় দু’টি সেশনে ক্লাস চালু করা হয়েছে। কর্মদিবস মঙ্গলবার থেকে শুক্রবার বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত এবং শনিবার ও রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে।
বিডি প্রতিদিন/এমআই